logo

কিশোরগঞ্জে স্কুল মাদ্রাসার ৪৫তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল ইসলাম খায়রুল,স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয় পুকুরে শুক্রবার দুপুরে ৪৫তম গ্রীষ্মকালীন জেলা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন  জেলা শিক্ষা অফিসার এ.কে.এম শাহজাহান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান ভুঞা। এসময় সাঁতার প্রতিযোগিতার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শরীর র্চ্চা শিক্ষিকা সেলিনা বেগম, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শরীর র্চ্চা শিক্ষিকা পান্না দত্ত রায়, জেলা স্মরনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শরীর র্চ্চা শিক্ষিকা উম্মে কুলসুম, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শরীর র্চ্চা শিক্ষক মোঃ আব্দুল্লাহ, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শরীর র্চ্চা শিক্ষক এ.কে.এম আব্দুল্লাহ মানু,এস.ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমাসহ জেলার বিভিন্ন স্কুলের শরীর র্চ্চা শিক্ষক/শিক্ষিকা ও হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । সাঁতার প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, বালক বড় গ্রুপে ২০০ মিটার মুক্ত সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয়ের মাওন প্রথম একই বিদ্যালয়ের হিমেল মিয়া দ্বিতীয় ও কিশোরগঞ্জ সদর হয়বত নগর কামিল মাদ্রাসার হায়দার ভ’ইয়া তৃতীয় স্থান অধিকার করেন। ১০০ মিটার বুক সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয়ের মোঃ শাওন মিয়া প্রথম একই বিদ্যালয়ের মো. সজীব দ্বিতীয় ও কিশোরগঞ্জ সদর মাথিয়া ফাজিল মাদ্রাসার রায়হান তৃতীয় স্থান অধিকার করেন। ১০০ মিটার চিৎ সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয়ের ইমরান হোসেন সানি   প্রথম একই বিদ্যালয়ের শাওন  মিয়া দ্বিতীয় ও কটিয়াদী হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়ের  মোবারক হোসেন তৃতীয় স্থান অধিকার করেন। ১০০ মিটার প্রজাপতি সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয়ের হিমেল মিয়া প্রথম একই বিদ্যালয়ের সুজন  মিয়া দ্বিতীয় ও কিশোরগঞ্জ হয়বতনগর এ ইউকামিল মাদ্রাসার শরীফুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। অপর দিকে মধ্যম গ্রুপে ৫০ মিটার প্রজাপতি সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয়ের মোঃ হৃদয়  প্রথম একই বিদ্যালয়ের মোঃ আরমান দ্বিতীয় ও কিশোরগঞ্জ সদর আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের  তাসিমুল আলম তৃতীয় স্থান অধিকার করেন। ৫০ মিটার চিৎ সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয়ের মোঃ আরমান  প্রথম একই বিদ্যালয়ের আতিক হাসান দ্বিতীয় ও কিশোরগঞ্জ সদর মডেল বয়েজ উচ্চ বিদ্যালয়ের  শহীদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। ৫০ মিটার বুক সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয়ের মোঃ হৃদয়  প্রথম একই বিদ্যালয়ের মো.আশিক  দ্বিতীয় ও কিশোরগঞ্জ সদর মডের বয়েজ উচ্চ বিদ্যালয়ের  শহীদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। ৫০ মিটার মুক্ত সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয়ের মোঃ আরমান প্রথম একই বিদ্যালয়ের মোঃ রবিন দ্বিতীয় ও কিশোরগঞ্জ সদর মডের বয়েজ উচ্চ বিদ্যালয়ের  শহীদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। অন্যদিকে উভয় গ্রুপে রীলে সাঁতারে নিকলী জিসি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে।
জেলা পর্যায় সাঁতার প্রতিযোগিতায় ১৩টি উপজেলা থেকে ১২টি ইভেন্টে দুই গ্রুপে ৫০ জন সাঁতারু অংশ গ্রহণ করেন। সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ। সাঁতার প্রতিযোগিতায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শরীর র্চ্চা শিক্ষক মোহাম্মদ রাহমাতুলিল আলামিন ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে