নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৯৯১ সালে স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় স্বর্ণ পদকপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স মরহুমা সাজেদা খাতুন স্মরণে কিশোরগঞ্জে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কালীবাড়িস্থ থানা মার্কেটে সাহিত্য সংগঠন ‘ভোরের আলো সাহিত্য আসর’র ৩৬৪তম সভায় মরহুমার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিডিআরডিবি’র কর্মকর্তা নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উপলক্ষে কবিতা পাঠ ও উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী প্রাইম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের টেক্সাশান ম্যানেজার মো. মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠক লিমেরিকার রেজাউল হাবিব রেজা, সাহিত্য পরিচালক আমিনুল হক সাদী, সাংবাদিক শফিক কবির, দৈনিক আজকের দেশের বার্তা সম্পাদক মতিউর রহমান, কবি আল মোহাম্মদ মোস্তফা, শিল্পী নীরব রিপন, মাসুদুল আলম প্রমুখ। সভা শেষে মরহুমা সাজেদা খাতুনের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রবীণ হিতৈষী সংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন খান।
কিশোরগঞ্জে সাজেদা খাতুন স্মরণে দোয়া অনুষ্ঠিত
প্রকাশ : Aug 05, 2016 | Comments Off on কিশোরগঞ্জে সাজেদা খাতুন স্মরণে দোয়া অনুষ্ঠিত
