নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক কাশেম হত্যা চেষ্টার ঘটনায় পুলিশ সদস্য আবু বকরের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হুমকি দেওয়ার বিষয়াদির তদন্ত করেছে ঢাকা ডিএমপির দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা। দৈনিক আমার কাগজ ও আজকের প্রভাতের কিশোরগঞ্জ প্রতিনিধি সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আবুল কাশেমের ওপর নৃশংস্য হামলায় পুলিশ কনস্টেবল আবু বকরের ভাই আবুল হাশেম ও চাচাত ভাই শামীম এবং সন্ত্রাসী জাহাঙ্গীরসহ এলাকার অন্যান্য কতক বিভ্রান্ত তরুণকে উসকে দেওয়ার ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত পুলিশ সদস্য আবু বকরের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকার রাজারবাগ ডিএমপি ট্রেনিং একাডেমীতে এ তদন্ত অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাক্ষীদের জবানবন্দী রেকর্ড করেন ঢাকা ডিএমপির দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা রাজারবাগ ডিএমপি ট্রেনিং একাডেমীর পরিদর্শন (নিরস্ত্র ) মোঃ আঃ হালিম। অভিযুক্ত ডিএমপি পুলিশ কনস্টেবল/১৪৮৭৩ মোঃ আবু বকর ঢাকার কল্যাণ ও ফোর্স বিভাগ হতে প্রেষণে পুলিশ স্টাফ কলেজে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হুমকি দেওয়ার ঘটনার স্বাক্ষীরা লিখিত ও মৌখিক জবানবন্দীতে বিস্তারিত ঘটনা তুলে ধরেন। তদন্তকালে কনস্টবেল আবু বকরের বিরুদ্ধে স্বাক্ষী আজিজুল ইসলাম পুলিশ পরিদশক হালিমের কাছে অভিযোগ বর্ননা করছিল তখন অভিযুক্ত পুলিশ কনস্টেবল আবু বকর তার উর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই স্বাক্ষী আজিজুল ইসলামকে বলেন যে “এখনি ধরিয়া জেলে ভরিয়া বাহরাইবার দরকার, পিটাইয়া লম্বা করন দরকার”। তখন স্বাক্ষীদের সাথে উপস্থিত রেজাউল হাবীব রেজা এ কথার প্রতিবাদ করে বলেন যে, আপনাদের সামনেই স্বাক্ষীদেরকে আবু বকর যে ঔদ্ধত্য ভাব দেখিয়েছে তাহলে এলাকায় গিয়ে কি করবে সেটা ভাবুন। এমন ঔদ্ধত্য ভাবকে বিস্ময়ের সাথে অবলোকন করেছে উপস্থিত স্বাক্ষীগণ। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি উপেক্ষা করায় ও কোন প্রকার শাস্তি না দেওয়ায় স্বাক্ষীরা হতাশ হয়েছেন। তবে স্বাক্ষীগণ এ ব্যাপারে পুলিশের মহা-পরিদর্শক বরাবরে আরেকটি অভিযোগ দায়েরের কথা বিবেচনায় রেখে প্রস্ততি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সাংবাদিক কাশেম হত্যা চেষ্টা মামলার স্বাক্ষী ও মামলার বাদী সংশ্লিষ্টদের কাছে ন্যায় বিচার ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার কামনা করেছেন।
কিশোরগঞ্জে সাংবাদিক কাশেম হত্যা চেষ্টার ঘটনা পুলিশ সদস্য আবু বকরের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হুমকি দেওয়ার তদন্ত করেছে ঢাকা ডিএমপির দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা
প্রকাশ : Sep 21, 2016 | Comments Off on কিশোরগঞ্জে সাংবাদিক কাশেম হত্যা চেষ্টার ঘটনা পুলিশ সদস্য আবু বকরের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হুমকি দেওয়ার তদন্ত করেছে ঢাকা ডিএমপির দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা
