নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ:
দৈনিক আমার কাগজ ও দৈনিক আজকের প্রভাতের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবুল কাসেমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে কালেক্টরেট প্রাঙ্গনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস এর মাধ্যমে আইনমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গনে জাতীয় সাংবাদিক সংস্থা ও যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি কিশোরগঞ্জ এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে সাংবাদিক সংস্থার জেলা ইউনিট ছাড়াও বিভিন্ন উপজেলা ইউনিটের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। তারা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত ২০ জুন রাতে সদর উপজেলার কাশুরারচর গ্রামে নিজ বাড়ির কাছে যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি কিশোরগঞ্জ এর সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের যুগ্ন সম্পাদক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক, ভোরের আলো সাহিত্য আসরের সদস্য সাংবাদিক আবুল কাসেমকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকার অনৈতিক কর্মকা- এবং জঙ্গিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কাসেমের ওপর হামলা করা হয়েছে বলে তার পরিবার ও সংস্থার নেতারা অভিযোগ করেছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় কাশেমের ভাই আল আমিন বাদী হয়ে মামলা দায়ের করলে জাহাঙ্গীর, খায়রুল, হিমু, সাগর ও সেলিনা নামের ৫ জন আসামী জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও পুলিশ কনস্টেবল আবু বকর ও শামীম নামে আরও অন্যতম দুজন আসামী পলাতক থেকেও নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিট সভাপতি রেজাউল হাবিব রেজা, একাত্তর টিভির প্রতিনিধি আবু তাহের, মাই টিভির প্রতিনিধি শরীফুল আলম, যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিট সহ-সভাপতি নজরুল ইসলাম খায়রুল, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কটিয়াদী রিপোটার্স ক্লাবের সভাপতি এ.কে.এম ফজলুল হক জোয়ারদার,হোসেনপুর ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জনি, সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি উজ্জ্বল সরকার, জাতীয় সাংবাদিক সংস্থার কটিয়াদী ইউনিটের সহসভাপতি মোবারক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ তাহের, সদস্য দর্পন ঘোষ, জেলা ইউনিটের সদস্য শফিক কবীর, ফারুকুজ্জামান ফারুক, আলী রেজা সুমন, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আবুল বাহার, হাওর অঞ্চলবাসী মিঠামইনের সমন্বয়কারী এম এ হালীম তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ সদর ইউনিটের শামসুল মালেক চৌধুরী লিটন, খ-ইউনিটের সভাপতি সেলিম জাভেদ, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম প্রমুখ । এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ ইউনিট, যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি কিশোরগঞ্জ, জাতীয় সাংবাদিক সংস্থার সদর, হোসেনপুর, তাড়াইল, করিমগঞ্জ, কটিয়াদী, কুলিয়ারচর ইউনিট, ভোরের আলো সাহিত্য আসরের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে সাংবাদিক আবুল কাসেমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল স্মারকলিপি পেশ
প্রকাশ : Aug 23, 2016 | Comments Off on কিশোরগঞ্জে সাংবাদিক আবুল কাসেমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল স্মারকলিপি পেশ
