নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রবিদাস জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেটে অন্তর্ভূক্তির দাবিতে বুধবার সকালে জেলা শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায়। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দিলীপ দাস, জেলা শাখার সভাপতি কাজল রবিদাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষেদের সভাপতি দেবাশীষ ভৌমিক, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট হৃতম খাসনবীশ চয়ন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন ফরিদ, মুক্তিযোদ্ধা সোনালাল দাস প্রমুখ। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।