logo

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা একেএম লিয়াকত হোসাইন মানিকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালিত

নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় ৬০ দশকের রাজনীতিক, প্রতিথযশা সাংবাদিক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, ছাত্ররাজনীতির পুরোধা কিশোরগঞ্জ মহোকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ প্রেস ক্লাব, জেলা আইনজীবী সমিতির সভাপতি বহু সংঠনের স্বপ্নদ্রষ্টা মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘনিষ্ট সহচর বীরমুক্তিযোদ্ধা একেএম লিয়াকত হোসাইন মানিক এর সপ্তম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পারিবারিকভাবে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও কিশোরগঞ্জ প্রেসক্লাব , কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ, বিভিন্ন সংগঠন তাঁর বাগে জান্নাত কবরে পুষ্প স্তবক অর্পণ করেন। মিলাদ মাহফিলে দোয়া পড়ান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসমাইল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাংবাদিক আলম সারোয়ার টিটু, লেখক ও গবেষক সাংবাদিক আমিনুল হক সাদী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন, মরহুমের পুত্র মনোয়ার হোসাইন রনীসহ সাংবাদিক, ছাত্রলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০০৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শোক র‌্যালিতে একেএম লিয়াকত হোসাইন মানিক অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ১৯ আগষ্ট মৃত্যু বরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ এলাকা মিঠামইনসহ বিভিন্ন মসজিদে দোয়া জেলার বিভিন্ন সংগঠন মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে