নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত ৩৬৫ তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটে অবস্থিত আসরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্যসভায় সভাপতিত্ব করেন আসরের প্রতিষ্ঠাতা সদস্য বেতার ও টিভি শিল্পী আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন আসরের প্রধান সমন্বয়ক নাট্যকার মো.আজিজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন আসরের প্রতিষ্ঠাতা সংগঠক মোঃ রেজাউল হাবীব রেজা। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় অন্যন্যাদের মধ্যে আলোচনায় অংশ নেন, সংগীত শিল্পী কাজী সেলিম, এম এ কাশেম, মাহবুবুর রহমান, একে এম নুরুজ্জামান, কবি আল মোহাম্মদ মোস্তফা, শিল্পী নিরব রিপন প্রমুখ। আসরে প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক ও ইটনা সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মেহের উদ্দিনের রোগমুক্তি ও সাংবাদিক আবুল কাশেম এবং ব্যাংকার ও কবি মোতাহের হোসেন সুস্থতা কামনা করা হয়। এছাড়াও বিশিষ্ট গল্পকার মোঃ আতিকুল্লাহ ঢালীর বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়। আসরে উপস্থিত কবি সাহিত্যিক শিল্পী ও লেখকরা তাদের স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন।