নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরভাতার আড়াই কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদরের পৌর মহিলা কলেজ মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ সাদী এসব চেক বিতরণ করেন। ২০১২ সনের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অবসরে যাওয়া কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৫৮ জনের মাঝে মোট আড়াই কোটি টাকার চেক দেওয়া হয়। এর বাইরে মৃত ও গুরুতর অসুস্থদেরকে অগ্রাধিকার ভিত্তিতেও চেক দেওয়া হয়। এ সময় অবসর সুবিধা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, পৌর মহিলা কলেজের উপাধ্যক্ষ আল আমীন উপস্থিত ছিলেন। এদিকে কোনো ধরনের তদবির ও ঘুষ ছাড়াই টাকা পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরের আট লাখ ৬৩ হাজার ৫ শত ২৮ টাকার চেক পেয়ে তিনি জানান, এতে তিনি খুবই আনন্দিত। এ জন্যে সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানান। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হয়রানি ও দুর্ভোগ কমাতে খুব শিগগির অন লাইনে আবেদন দাখিলের ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী জানিয়েছেন।
কিশোরগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাঝে অবসর ভাতার আড়াই কোটি টাকার চেক বিতরণ
প্রকাশ : Sep 05, 2016 | Comments Off on কিশোরগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাঝে অবসর ভাতার আড়াই কোটি টাকার চেক বিতরণ
