কিশোরগঞ্জ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে কিশোরগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ রওশন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়া, ডাঃ হালিমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মিজানুর রহমান, চাকমো ধনেশ পন্ডিত, সাংবাদিক আলম সারওয়ার টিটু প্রমুখ।
কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত
প্রকাশ : Jul 11, 2019 | Comments Off on কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত
