কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পলিত হয়েছে। মঙ্গলবার শহরের রঙমহলের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাম জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম শাহজাহান, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, অধ্যাপক ফরিদ আহাম্মদ প্রমুখ।
বক্তারা বর্ধিত বাস ভাড়া কমানো, জ্বালানী তেলের দাম কমানো এবং সর্বদলীয় কমিটি গঠন করে করোনা পরিস্থিতি মোকাবিলা করার দাবি জানান।