নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন মেয়ে বিউটি (২০)। নিহতরা হলেন- ললিতা বেগম (৪০) ও তার ছেলে রিমন মিয়া (১৫)। মঙ্গলবার সকালে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের করমসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে মারুফ মিয়ার বসত ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘরে অবস্থানরত তার স্ত্রী ললিতা ও তার ছেলে রিমনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন ললিতার মেয়ে বিউটি। এ সময় মারুফ মিয়া কৃষি কাজে অন্যত্র ব্যস্ত ছিলেন। স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত বিউটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
প্রকাশ : Sep 20, 2016 | Comments Off on কিশোরগঞ্জে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু