নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের দুইটি পৃথক স্থানে বজ্রপাতে মোঃ হারিছ মিয়া (৬০) ও রমজান মিয়া (৪০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হারিছ মিয়া বারঘরিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে ও রমজান গুনধর গ্রামের আব্দুল মজিদের ছেলে। রোববার দুপুরে করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ও গুনধর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন কৃষক হারিছ মিয়া। দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, একই সময়ে বাড়ির পাশে জমিতে সেচ দেয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক রমজান। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকেমৃ ত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রাব্বানী পৃথক দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
প্রকাশ : Sep 18, 2016 | Comments Off on কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু