logo

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই জেলে এক কৃষকসহ ৩ জন নিহত, আহত-২

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই জেলে এক কৃষকসহ তিনজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে জেলার হাওড় উপজেলা নিকলীর সাজনপুর হাওরে মুষলধারে বৃষ্টিপাতের সময় নৌকায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা চার জেলে দগ্ধ হয়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাদেরকে দ্রুত বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নুরুল ইসলাম (২৬) ও রুসমত আলী (৩৫) কে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত মোকারম হোসেন (২২) ও আসাদ মিয়া (৩০) বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নুরুল ইসলাম জারুইতলা গ্রামের আলী হোসেন এবং রুসমত আলী একই গ্রামের মৃত সুনাম উদ্দিনের পুত্র। অপরদিকে সোমবার বিকেলে বজ্রপাতে নিজাম উদ্দিন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত ইছব আলীর পুত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষি জমিতে কাজ করছিলেন নিজাম উদ্দিন। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে নিজাম উদ্দিন দগ্ধ হন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে