নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে প্রেমঘটিত কারণে শারমীন আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শারমীন আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কড়িয়াইল গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। রোববার দুপুরে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কড়িয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শারমীন আক্তার (১৬) পরিবারের অজান্তে নিজ বসতঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকে। বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে শারমীনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন। কর্শাকড়িয়াইল ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিন জানান, পার্শবর্তী কালিয়ারকান্দা গ্রামের আরমান নামের এক শ্রমিকের সাথে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্ভবত এর জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারনা করছি। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা জানা যাবে বলে জানান তিনি।
কিশোরগঞ্জে প্রেমঘটিত কারণে কিশোরীর আত্মহত্যা
প্রকাশ : Sep 18, 2016 | Comments Off on কিশোরগঞ্জে প্রেমঘটিত কারণে কিশোরীর আত্মহত্যা