নজরুল ইসলাম খায়রুল,কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধান শিক্ষক কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করাসহ বিভিন্ন অনিয়নের ঘটনা তদন্তে প্রমানিত হয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ম্মারক নং উশিঅ/ হোসেন/৪৯৫ তাং ০৪/৯/১৬ ইং তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামীমা আক্তারের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননাসহ ২০১৫-১৬ অর্থ বছরের উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম ও আত্মসাৎ এবং ক্ষুদ্র মেরামতের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন হয়। তদন্ত কর্মকর্তা সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাছুদ সরজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, তদন্তে ঘটনা প্রমানিত হওয়ায় অভিযুক্ত প্রধান শিক্ষক শামীমা আক্তারকে অন্যত্র বদলি ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছেন। এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মোতালিব জানান,অভিযুক্ত প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে তাকে গ্রেফতারসহ চাকুরী থেকে বরখাস্ত করা আবশ্যক। অভিযুক্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার জানান, দীর্ঘদিন ধরে একটি পক্ষ আমাকে সরানো জন্য অভিযোগ দিয়েছে।
কিশোরগঞ্জে প্রধান শিক্ষক কর্তৃক জাতির জনকের ছবি অবমাননা তদন্তে প্রমানিত
প্রকাশ : Sep 22, 2016 | Comments Off on কিশোরগঞ্জে প্রধান শিক্ষক কর্তৃক জাতির জনকের ছবি অবমাননা তদন্তে প্রমানিত