নিজস্ব প্রতিবেদকঃ
নমুনা পরীক্ষায় কিশোরগঞ্জে নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। কিশোরগঞ্জের করোনা প্রতিরোধ কমিটিরি সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. মুজিবুররহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এরমধ্যে কিশোরগঞ্জ সদরে ২ জন, ইটনায় ২ জন, পাকুন্দিয়ায় ১ জন এবং ভৈরব উপজেলার ১ জন রয়েছে।
এর আগে জেলার করিমগঞ্জে উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে।
এ নিয়ে নমুনা পরীক্ষায় কিশোরগঞ্জ জেলায় ৭ জনের শরীরে করোনা সংক্রমণ (পজেটিভ রিপোর্ট আসে) ধরা পড়েছে।