নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে দুই ব্যবসায়ীকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল। জেলা শহরের স্টেশনরোডস্থ থানা মার্কেটের ব্যবসায়ী স্বপন বণিক ও ধনেষ বণিক শহরে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে স্বপন বণিক ও ধনেষ বণিকের দোকানে তল্লাশী চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন জো ব্ল্যাক, মন্ড স্ট্রবেরী, পাইন প্রাইম, বন্ড স্ট্রিট, ডানহীল, মোর, গুদাং গরম, এরিনমোর-সিগারস, ইজি, পাইন ইত্যাদি বিদেশী সিগারেট পাওয়া যায়। পরে দুই ব্যবসায়ীকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেন। দামী সিগারেট হলেও এসবের ক্রেতাদের মধ্যে স্কুল পড়–য়া উঠতি বয়সী ছেলেরাও রয়েছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জে দুই ব্যবসায়ীকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা ॥ বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ
প্রকাশ : Sep 19, 2016 | Comments Off on কিশোরগঞ্জে দুই ব্যবসায়ীকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা ॥ বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ