নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদরে লতিবাবাদ বিশ্বরোড এলাকায় একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার মালামাল পুড়ে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। শুক্রবার রাতে জাকের তুলা রিপিয়ারিং কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রায় দেড় বছর ধরে বিশ্বরোডের চরপাড়া এলাকায় গার্মেন্টসের টুকরা কাপড় দিয়ে তুলা উৎপাদন করে তা বাজারজাত করে আসছে কারখানার মালিক মোঃ আনিছ মিয়া। কারখানায় প্রায় শতাধিক শ্রমিক কাজ করে। শুক্রবার ছিল ছুটির দিন। রাত ৯টার দিকে হঠাৎ কারখানার ভিতরে আগুন লাগে। মুহুর্তেই তা ছড়িয়ে পরে মালামাল রাখা তুলার গোডাউনে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ দুলাল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকার মতো হবে বলে জানান তিনি।