নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলায় মাটিভর্তি ট্রাক্টরের চাপায় শিহাব (০৫) নামে এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিহাব প্যাড়াভাঙা গ্রামের তোয়াব মিয়ার ছেলে এবং প্যাড়াভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের মাঠে খেলা করার সময় স্কুলমাঠের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের মাঠে খেলা করার সময় মাটি ভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী চালকসহ ট্রাক্টরটি আটক করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশুশিক্ষার্থী নিহত
প্রকাশ : Jan 31, 2017 | Comments Off on কিশোরগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশুশিক্ষার্থী নিহত
