নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ এ স্লোগানে কিশোরগঞ্জে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে শনিবার সকালে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের রঙমহল চত্বর থেকে শুরু হয়ে সরকারি গুরুদয়াল কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়ও অন্যান্যের মধ্যে সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এ সময় সহ-সভাপতি মোঃ ফিরোজ উদ্দীন ভূঞা, মোঃ তৌফিকুজ্জামান খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ শফিক কবীর, ডাঃ সেলিম জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম মহসিন, অর্থ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক শামসুল আলম শাহীন, দূর্ঘটনা অনুন্ধান বিষয়ক সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিকী, সমাজ সেবা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন শাহীন, যুব বিষয়ক সম্পাদক এমদাদুল হাই শাহীনসহ কার্যকরী সদস্যবৃন্দ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বৌলাই এলাকায় বিলবোর্ড স্থাপন করা হয়।
কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ
প্রকাশ : Oct 22, 2016 | Comments Off on কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ