কিশোরগঞ্জ থেকে এনামুল হক :
কিশোরগঞ্জে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহনে “সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক জাগরণই পারে জঙ্গিবাদ ঠেকাতে” শীর্ষক জঙ্গিবাদ বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঈশা খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।
কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার সকালে শুরু হওয়া উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। ঈশা খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ড এর সেক্রেটারী ডা. আনম নৌশাদ খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় শংকর রায় এবং ছাত্র-ছাত্রীদের মধ্যথেকে মাহমুদুর রহমান মান্না সহ আরো অনেকে ।