নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউপি কার্যালয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোনিয়া আক্তার নামে স্যানিটেশন প্রোগ্রামের মাঠকর্মী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত সোনিয়া উপজেলার জাফরাবাদ ইউনিয়নে কাইকুরদিয়া গ্রামের সোনা মিয়ার কন্যা। কিরাটন ইউপি কার্যালয়ের উপস্থিত প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৯টায় স্থানীয় উত্তর বিলপাড় গ্রামের আঃ রাজ্জাকের পুত্র আনোয়ার পারভেজ পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে সোনিয়াকে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধস্তাধস্তির কারণে প্রাণে বেঁচে যায় সোনিয়া। জানা গেছে, অভিযুক্ত আনোয়ার পারভেজ মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে কনস্টেবল হিসেবে বর্তমানে কর্মরত। খবর পেয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছমা আরা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ইউপি সদস্যদের নিয়ে জরুরী সভা করেছেন। কিরাটন ইউপি চেয়ারম্যান ইবাদুর রহমান শামীম জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার পারভেজের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে স্যানিটেশন প্রোগ্রাম কর্মী আহত
প্রকাশ : Sep 18, 2016 | Comments Off on কিশোরগঞ্জে ছুরিকাঘাতে স্যানিটেশন প্রোগ্রাম কর্মী আহত