logo

কিশোরগঞ্জে গেস্টহাউজে হকার খুন, আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে গেস্টহাউজে রাত্রিযাপন করতে গিয়ে স্বপন (২২) নামে এক হকার খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের পুরানথানা এলাকার চাঁদ গেস্টহাউজ থেকে তাকে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত স্বপন সদর উপজেলার স্বল্প মারিয়া গ্রামের ছায়েম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আছির উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী ও সোহাগ নামে এক রিকশাচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্বপন গেস্টহাউজটিতে অবস্থান করে হকারি করত। রাতযাপনের জন্য সোমবার রাতে চাঁদ গেস্টহাউজের রেজিস্টারে নাম-ঠিকানা লিখে সেখানকার সারিবদ্ধ খাটের একটিতে সে ঘুমিয়ে পড়ে। গেস্টহাউজটির দায়িত্বে থাকা অপর এক নিয়মিত বোর্ডার আছির উদ্দিন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় প্রতিদিনের মতো মাছ সংগ্রহে চলে যায়। সকাল ১১টার দিকে গেস্টহাউজের পাশের কাপড় ব্যবসায়ী সুলতান মিয়া একজন বোর্ডারকে বিছানায় মারাত্মক আহত ও অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে গেস্টহাউজ মালিক মো. শাহজাহানকে জানান।

খবর পেয়ে গেস্টহাউজ মালিক শাহজাহান বোর্ডার স্বপনকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর  সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, এ গেস্টহাউজে লম্বা হলরুমের মতো একটি কক্ষে অনেকগুলো বিছানা আছে। এসব বিছানায় স্বল্প আয়ের লোকজন রাতে থাকে। সেখানেই ঘুমন্ত অবস্থায় খুন হন স্বপন। স্থানীয়রা জানিয়েছেন, এভাবে অনেক লোকের মাঝে কিভাবে হত্যা করা হলো তাকে-এটি বিস্মিত করেছে সবাইকে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ জানান, ইট দিয়ে তার মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়েছে। তার মাড়ির সামনের পার্টির দাঁত ভেঙ্গে গেছে। ঘটনাস্থল থেকে ৫টি দাঁত ও রক্তমাখা ইট উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে