নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৩ ব্যক্তির নমুনা সংগ্রহ করে আজ ঢাকার মহাখালী আইইডিসিআরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, জেলায় ১২৭৮ জন বিদেশ ফেরত প্রবাসীর মধ্যে ১১৯৫ জন কোয়ারেন্টিন শেষ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
সূত্রমতে, এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে ১২ জন বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় ইতোমধ্যেই ছাড়পত্র পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১ হাজার ১৯৫ জন।
বর্তমানে কিশোরগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ২ জন।