ঘটনাপ্রবাহ রিপোর্ট
করোনা সংক্রমণে স্বাস্থ্য অধিদফতর চিহ্নিত অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ৩০২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬৫৮৫ জনের শরীরে করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ৪ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
মঙ্গলবার নতুন করে করোনা সংক্রমণ শনাক্তের এ তালিকায় জেলার সদর উপজেলায় ৬২ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, তাড়াইলে উপজেলায় ৯ জন, পাকুন্দিয়া উপজেলায় ১৫ জন, কটিয়াদী উপজেরায় ৬ জন, কুলিয়ারচর উপজেরায় ৩ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, বাজিতপুর উপজেলায় ২ জন ও ইটনা উপজেলায় ৩ রয়েছেন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬৫৮৫ জনের শরীরে করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে এ ১১৫ জনের শরীরে করোনা সংক্রমণ সনাক্ত হওয়ার পর এ জেলায় করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮৫ জনে। তবে, এদের অধিকাংশই ইতিমধ্যেই সুস্থ হয়ে ওঠেছেন বলে জানিয়েছেন তিনি।
আর এ সর্বশেষ তথ্যানুযায়ী কিশোরগঞ্জ জেলার উপজেলা ভিত্তিক এই সংখ্যা দাঁড়িয়েছে, সদর উপজেলার ৩০৫৬ জন, হোসেনপুর উপজেলার ১৫৬ জন, করিমগঞ্জ উপজেলায় ২৪৯ জন, তাড়াইল উপজেলায় ১৮৬ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৩২১ জন, কটিয়াদী উপজেলায় ৪৩১ জন, কুলিয়ারচর উপজেলায় ২৫৬ জন, ভৈরব উপজেলায় ১২৫২ জন, নিকলী উপজেলায় ৭৯ জন, বাজিতপুর উপজেলায় ৪২৩ জন, ইটনা উপজেলায় ৬৮ জন, মিঠামইন উপজেলায় ৬৪ জন, ও অষ্টগ্রাম উপজেলায় ৪৪ জন।
সূত্রমতে, আক্রান্তদের মধ্যে ৫৩৩৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকিরা আইসোলেশন কিংবা হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন।
এ পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়ে কিশোরগঞ্জ জেলায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ৯৮ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জে আরও ১১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪
প্রকাশ : Jul 06, 2021 | Comments Off on কিশোরগঞ্জে আরও ১১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪
