logo

কিশোরগঞ্জে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কাজ চলে। পরে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠিত নির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে এম এ সাদেক মুকুল চেয়ার প্রতীকে ৩৭৮ ভোট, মো.শাহাবুদ্দিন ফুটবল প্রতীকে ৪২৩ ভোট, মো.ফারুকুজ্জামান ফারুক হরিণ প্রতীকে ৩৫৬ ভোট, হাফিজুর রহমান মানিক মোমবাতি প্রতীকে ৩৬২ ভোট ও  লাকী খান বই প্রতীকে ৪৭৩ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।  নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোস্তাফিজুর রহমান ভূইয়া। তিনি জানান,শান্তিপুর্ণ নির্বাচনে ১৫৬০ ভোটারের মধ্যে ৮৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে