ঘটনাপ্রবাহ ডেস্কঃ
কিশোরগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান ও গুরুদয়াল সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানে রত্নগর্ভা মাতা মায়মুনা খাতুন শুক্রবার রাত ৯টায় কিশোরগঞ্জ শহরের বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য নাত-নাতনী, আত্মীয়-স্বজন ও শুভার্থী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতেছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।