নজরুল ইসলাম খায়রুল, কিশোরগগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাল্যবিবাহ পড়ানোর দায়ে দায়ে সাইফুল ইসলাম (৩১) নামের এক ইমামকে সাতদিনের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার শিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বায়তুল হক জামে মসজিদের ইমাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের আবদুল হেকিম মিয়ার ছেলে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলরুবা আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ দ-াদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবপুর গ্রামে একটি বাল্যবিবাহ হচ্ছে বলে শুক্রবার রাত ১১টার দিকে খবর পান ইউএনও দিলরুবা আহমেদ। কনে স্থানীয় জামালপুর টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। রাতেই পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও। ততক্ষণে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাওয়ায় নববধূকে নিয়ে বরপক্ষ চলে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ নিবন্ধনে ওই ওয়ার্ডের কাজী অসম্মতি জানান। কিন্তু ইমাম সাইফুল নিজ উদ্যোগে বিয়ে পড়ান। এরপর ইউএনও শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাকী ভূঁইয়াসহ ইমাম সাইফুল ইসলামকে ডেকে আনেন। পরে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ওয়ার্ড সদস্য বাকী ভূঁইয়ার উপস্থিতিতে ইমাম সাইফুল ইসলামকে সাতদিনের কারাদ-াদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জের ভৈরবে বাল্যবিবাহ পড়ানোর দায়ে ইমামের সাতদিনের কারাদ-
প্রকাশ : Oct 03, 2016 | Comments Off on কিশোরগঞ্জের ভৈরবে বাল্যবিবাহ পড়ানোর দায়ে ইমামের সাতদিনের কারাদ-