নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে আবু তায়েব নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মুনিয়ারিকান্দা গ্রামের লতিফ মিয়ার ছেলে ও স্থানীয় মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছিল। রোববার সকালে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে আবু তায়েবসহ আরও পাঁচজন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। ওই সময় আবু তায়েব ও অপর একজন নদে ডুব দেয়। অপর ব্যক্তি ডুব দিয়ে ভেসে উঠলেও উঠেনি আবু তায়েব। পরে অপর সদস্যরা নদে ডুব দিয়ে আবু তায়েবের কোন সন্ধান পায়নি। ঘটনা জানাজানি হলে এলাকার আরও লোকজন এসে নদে আবু তায়েবকে উদ্ধারের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন রোববার সন্ধ্যায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও ওই যুবকের সন্ধান কিংবা মৃতদেহ পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে এক শিক্ষার্থী নিখোঁজ
প্রকাশ : Sep 11, 2016 | Comments Off on কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে এক শিক্ষার্থী নিখোঁজ