নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হাওর অঞ্চলবাসী কিশোরগঞ্জের প্রধান সমন্বয়ক ও ইটনা সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মেহের উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার তাঁর সফল অপারেশন হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত হরমোনজনিত রোগে ভুগছিলেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জের বিশিষ্ট সংগঠক ও লেখক আলহাজ¦ মোঃ মেহের উদ্দিনের রোগমুক্তি কামনা করেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন ও তাঁর বন্ধু-বান্ধব এবং আত্বীয় স্বজনেরা। তাঁর রোগমুক্তি কামনা করে কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কুতিক সংগঠনের লোকজন বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে আলহাজ¦ মোঃ মেহের উদ্দিনের আশু রোগমুক্তি কামনা করেন এবং সুস্থ হয়ে যেন তাড়াতাড়ি কিশোরগঞ্জে ফিরে আসেন এই কামনা করেন। এদিকে শুক্রবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোরের আলো সাহিত্য আসরের আয়োজনে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা ও এতিমখানায় খতমে শেফা পড়ানো হয়। বাদ জুম্মা ঐতিহাসিক শহীদী মসজিদেও রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়েছে।