নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে সোমবার জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। কওমী ও আলিয়া মাদ্রাসাগুলোতেও আলোচনা সভা, কবিতা আবৃত্তি, হামদ, নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করে। হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসা, আউলিয়া পাড়া ফাজিল মাদ্রাসা, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, জামীয়া নূরানীয়া তারাপাশাসহ সকল প্রতিষ্ঠানে দিবসটি উদাপিত হয়। কলাপাড়া হাজী আব্দুল গফুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়াম্যান ও জেলা আওয়ামী প্রচার লীগের আহবায়ক মোঃ সাদেকুর রহমান। আলোচনায় অংশ নেন নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি মো. মতিউর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল হাই, ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম, মাদ্রাসা শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা শহিদুল্লাহ, কলাপাড়া আশরাফিয়া জামে মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, শিক্ষার্থী মোঃ তরিকুল ইসলাম, দিনা আক্তার ও শরীর চর্চা শিক্ষক মোঃ জামির হোসেন ভূঞা প্রমুখ। এসময় শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।