logo

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম

রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থেকে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ১৭নং পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম। সোমবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম উপজেলার তারাকান্দি গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার তপনের স্ত্রী। তিনি ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান জানান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে দেলোয়ারা বেগমকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।দেলোয়ারা বেগম (বিএ, বিএড, এমএ, সিএনএড) এর আগে ২০০৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেন।এক সন্তানের জননী দেলোয়ারা বেগম জানান, কাজের এই স্বীকৃতি পেয়ে তিনি খুবই আনন্দিত। এতে তার দায়িত্ব আরো বেড়ে গেছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে