মোহাম্মদ মোস্তফা জাকির, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মৌসুমী আক্তার (২০) নামে এক গৃহবধুকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর শাশুড়ির বিরুদ্ধে। মৌসুমী আক্তার কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামের মো. আবদুল বাতেনের কন্যা ও কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার নিহত মৌসুমীর লাশ ময়নাতদন্ত শেষে তার বাবার বাড়ি কটিয়াদী উপজেলার দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে বিকালে দাফন করা হয়। বুধবার সকাল দশটার দিকে কুলিয়ারচর উপজেলার দশকাহুনিয়া গ্রামে স্বামী রুবেলের বাড়িতে মৌসুমীর মৃতদেহ পাওয়া যায়।

নিহত মৌসুমীর পিতা মো. আবদুল বাতেন জানান, গত দুই বছর পূর্বে আমার মেয়ে মৌসুমীকে কুলিয়ারচর উপজেলার দশকাহুনিয়া গ্রামের মো. আবদুল কুদ্দুছের পুত্র রুবেলের নিকট বিয়ে দিয়েছিলাম। বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য তার স্বামী রুবেল মৌসুমীকে মারপিট করতো। গতকাল বুধবার সকাল দশটার দিকে রুবেলের বাড়ি হতে আমাদের কাছে খবর পাঠানো হয় মৌসুমী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে আমরা তাদের বাড়িতে গিয়ে দেখি ঘরের বারান্দায় মৌসুমীর লাশ পড়ে রয়েছে। বাড়িতে কোন লোকজন নেই। লাশ ফেলে রেখে আমার মেয়ের স্বামী, শশুর শাশুড়িসহ ঘরে তালা দিয়ে বাড়ি হতে পালিয়ে গেছে। এ অবস্থা দেখে আমরা কুলিয়ারচর থানায় খবর দিলে পুলিশ এসে মৌসুমী লাশ নিয়ে যায়। আজ বৃহস্পতিবার লাশ ময়নাতদন্ত শেষে আমার বাড়িতে এনে দাফন করেছি। ঈদের পরদিন মৌসুমী তার স্বামীর বোন পারুলকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তখন সে আমাকে বলেছিল তার স্বামী ও শশুর বাড়ির লোকজন আমার নিকট হতে ১ লক্ষ টাকা নিয়ে দেয়ার জন্য নানান কথা শুনাচ্ছে। আমার নিকট আসতে সে গড়িমসি করায় তাকে তার স্বামী মারপিট করেছে। সেদিনই আমি আন্তাজ করতে পেরেছিলাম মৌসুমী তার স্বামীর বাড়িতে অশান্তিতে দিন কাটাচ্ছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই তালুকদার জানান ঘটনার সংবাদ পেয়ে থানা থেকে দুইজন সাব- ইন্সপেক্টরসহ ফোর্স পাঠাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মেয়েটির লাশ মাটিতে পড়ে রয়েছে। এ সময় বাড়িতে কোন লোকজন ছিলনা। সকলেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। লাশের দেহে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে, মৌসুমী আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।