logo

কিশোগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রস্তুত

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য ঈদগাহ মাঠ প্রস্তুত। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে আসন্ন ১৮৯ তম ঈদুল আজহার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ঈদুল ফিতরের দিন ঐতিহাসিক শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পরিপ্রেক্ষিতে এবারই প্রথম বারের মতো ঈদগাহ মাঠের নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মাঠের নিরাপত্তায় র‌্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পর্যাপ্ত  সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়াসহ তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদেরকে নির্ভিঘেœ ঈদজামাতে অংশ নিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিতব্য এ জামাতে ইমামতি করবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। নরসুন্দা নদীর তীরে গড়ে উঠা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানটিতে দেশে বিদেশে মুসল্লিরা ঈদের জামাত আদায় করে থাকেন। দেশে বিদেশে শোলাকিয়ার মাঠের সুনাম ছড়িয়ে পড়ায় দিন দিন এ মাঠে মুসুল্লিদের সংখ্যা বেড়েই চলেছে। তাই এ ঈদগাহে মুসুল্লিদেরকে শান্তিপুর্ণ পরিবেশে ঈদুল আজহার নামাজ পড়ার কথা চিন্তা করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে শোলাকিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত শোলাকিয়া এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টা কিশোরগঞ্জ পৌঁছাবে। ট্রেনটি পুনরায় দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরব পৌঁছাবে। তিনি জানান, অপর একটি ট্রেন সকাল ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ট্রেনটি পুনরায় দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে বিকাল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে। প্রসঙ্গত শোলাকিয়া ঈদগাহের প্রথম বড় জামাতে সোয়ালাখ মুসুল্লী অংশগ্রহন করেছিলেন। উচ্চারণের বিবর্তনে সোয়ালাখিয়া থেকে বর্তমান শোলাকিয়া নামে ঈদাগাহটি পরিচিতি লাভ করে। শোলাকিয়া ঈদগাহে প্রতি বছর লাখ লাখ মুসুল্লীর সমাবেশ ঘটে। ঈদের নামাজ মাঠে পড়া সুন্নতে মোয়াক্কাদহ এবং যে জামাতে মুসুল্লী যত বেশী হয়, সওয়াবও তত বেশী হয় এবং গোনাহ মাফ হয়। এ বিশ্বাস থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ পড়তে আসেন। আড়াইশ বছরের পুরোনো শোলাকিয়া মুসল্লীদের সুবিধার্থে মাঠের পরিসর বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের দাবী দীর্ঘদিনের। বিশ্ব মানবতার শান্তি ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভাষা সৈনিকসহ যেসব মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন সেবসব বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও দেশ, জাতির উন্নতি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর সংহতি ও ঐক্য কামনা করে দোয়া করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, গত ঈদুল ফিতরের দিন মাঠের আধা কিলোটার দুরে জঙ্গি হামলা হলে পুলিশ জীবন দিয়ে সে হামলা প্রতিহত করেছে। তাই এবার আরো অধিকতর নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। শোলাকিয়া মাঠে এবারই  প্রথমবারের মতো বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মাঠে থাকবে পর্যাপ্ত সিসি টিভির ক্যামেরা, মুসুল্লিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্যে থাকবে ওয়াচ টাওয়ার। প্রতিটি মুসুল্লিকে অন্তত তিনবার তলাøাসীর পর মাঠে ঢুকানো হবে। মাঠে ও আশপাশ এলাকায় পোষাকে ও সাদা পোষাকে পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। মোট কথা শোলাকিয়া ঈদগাহ মাঠে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে মুসুল্লিদেরকে পাতলা জায়নামাজ ছাড়া সাথে আর কোনো কিছু না আনার পরামর্শ দেন তিািন। শোলাকিয়া মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস জানান, গত ঈদের দিনে জঙ্গি হামলার বিষয়টি প্রশাসন সাহসিকতা ও দক্ষতার সাথে মোকাবেলা করা হয়েছে। এ ঈদে মাঠের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। তাই প্রথম বারের মতো ঈদের দিন মাঠে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাঠ ও আশপাশ এলাকায় কোনো আগন্তুক বা নতুন অতিথি আসলে সাথে সাথে থানায় জানানোর পরামর্শ দেয়া হয়েছে। তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে মাঠে নির্ভয়ে নামাজ পড়ার আহবান জানিয়েছেন।।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে