logo

কাপাসিয়ায় ত্রিমোহনী টু হাতিদিয়া পাকা রাস্তার বেহাল দশা

ঘটনাপ্রবাহ ডেস্ক: এলজিইডির অর্থায়নে নির্মিত ত্রিমোহনী-হাতিদিয়া পাকা সড়ক সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। কড়িহাতা-সনমানিয়ার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির বিভিন্ন স্থানে ত্রিমোহনী থেকে হাতিদিয়া বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা হলেও এ যেন দেখার কেউ নেই। রাস্তাটির ইটের খোয়া উঠে গিয়ে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। মেরামত এবং সংস্কার হয় না বহু দিন যাবত্। রাস্তাটির অধিকাংশ অংশের একই দশা।

সরেজমিনে দেখা গেছে, কড়িহাতা -সনমানিয়া ইউনিয়ন হয়ে হাতিদিয়ার একমাত্র যোগাযোগের রাস্তা । এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়ে ত্রিমোহনী বাজার , রামপুর চৌরাস্তা, কবিরের বাজার, আড়াল বাজার, হাতিদিয়া বাজার, কড়িহাতা ইউনিয়ন পরিষদ, রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর কারিগরি স্কুল,রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, রামপুর মসজিদ,শ্রীপুর জামে মসজিদ,বেগুন হাটি হাসপাতাল, কড়িহাতা দাখিল মাদ্রারাসা, কড়িহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কড়িহাতা উচ্চ বিদ্যালয়,গ্রামীনব্যাংক,জি এল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ,সহ অসংখ্য বেসরকারি উন্নয়ন সংস্থায় যাতায়াতের জন্য এই একটি মাত্র রাস্তা ব্যবহার করতে হয়। এতো জনগুরুত্বপূর্ণ রাস্তাটির বিভিন্ন জায়গায় কারপেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

রাস্তাটি সংস্কার না করায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে পথচারীদের হাসপাতালে যেতে হচ্ছে। পথচারীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ যাতায়াত করে থাকেন, রাস্তার বেহাল দশা তাদের নজরে পড়ে না। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার হয়নি। ফলে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়লেও রাস্তাটির দিকে কারো নজর নেই।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা এলজিইডির প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাহার মোবাইল বন্ধ পাওয়া যায়। এলাকাবাসীর এখন একটাই প্রশ্ন, কবে হবে এই দুর্ভোগের অবসান?

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে