logo

কাঠগড়ায় সৌদি যুবরাজের বোন হাসা বিনতে

আন্তর্জাতিক ডেস্ক, ঘটনা প্রবাহ: কাঠগড়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমান। শ্রমিক নির্যাতনের অভিযোগে ফ্রান্সের একটি আদালত তাকে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে। তার বিরুদ্ধে দেহরক্ষীকে দিয়ে একজন শ্রমিককে প্রহার ও পায়ে চুমু দেয়ানোর অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বরে হাসা বিনতে সালমান তার বাসায় একজন শ্রমিক নিয়োগ করেন। কিন্তু ওই শ্রমিক হাসার একটি ছবি তুলে বিক্রি করতে চাওয়ায় ক্ষুব্ধ হন তিনি। দেহরক্ষীর মাধ্যমে ওই শ্রমিককে বেধড়ক মারধরের পর তাকে হাসার পায়ে চুম্বন করতে বাধ্য করা হয়।

এ ঘটনায় দেহরক্ষীকে মূল অভিযুক্ত করা হয়। আর হাসা বিনতে সালমানকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। এরপর শ্রমিক নির্যাতনের মামলায় ২০১৮ সালের মার্চে ফ্রান্সের আদালত তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দেয়। প্যারিসের একটি আদালতে আগামী ৯ জুলাই এ বিষয়ে তার বিচার শুরু হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে