logo

করোনায় সৌদিতে মৃত্যুর মিছিলে আরও এক বাংলাদেশি, মোট ৩৯

ঘটনাপ্রবাহ ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশটিতে ৩৯ বাংলাদেশির মৃত্যু হলো।

রোববার রাতে সৌদি আরবের জেদ্দায় মারা গেছেন ইসমাইল হোসেন সেলিম। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ হাসপাতালে প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইসমাইল হোসেনের বয়স হয়েছিল ৪৫ বছর।

ইসমাইল দীর্ঘদিন ধরে জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর চাপরাশিতে।

এ পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে