logo

করোনায় দিনাজপুর মেডিকেলের সাবেক পরিচালকের মৃত্যু

দিনাজপুর সংবাদদাতা

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শাহ মো. আব্দুল আহাদ।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ মো. আব্দুল আহাদ (৬৫) করোনায় আক্রান্ত হয়ে আজ বুধবার সকালে মারা গেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দিলে ডা. শাহ মো. আব্দুল আহাদের নমুনা পরীক্ষায় গত ৮ জুন করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিন থেকেই তিনি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে তার মৃত্যু ঘটে।

তাঁর ডায়াবেটিস ও হৃদযন্ত্রের সমস্যাও ছিলো বলে জানান, দিনাজপুরের সিভিল সার্জন।

ডা. শাহ মো. আব্দুল আহাদ ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং দিনাজপুরের চিকিৎসক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে এ নিয়ে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো সাতজনে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে