logo

করোনায় মারা গেলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক



 কিশোরগঞ্জ প্রতিনিধি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তিনি গত ২৩ জুন থেকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার বিকেল ৪টার দিকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেসে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোহাম্মদ ফজলুল হক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভবানীপুর গ্রামের সন্তান। তিনি ২০১৬ সালের ১৭ নভেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলায় শিক্ষা অফিসে যোগদান করেন।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হকের মৃত্যুর খবরে শিক্ষক, শিক্ষার্থীসহ মাধ্যমিক শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসেছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে