নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জয়কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাদিছ মিয়াসহ দশ জনের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় করিমগঞ্জের ঝাউতলা বাজারে এই কর্মসূচি আয়োজন করে জয়কা ইউনিয়ন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাব উদ্দিন সরকার, জেলা যুবলীগ নেতা ইবনে আব্দুল্লাহ শাজাহান, নোয়াবাইদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মামুন প্রমুখ। বক্তারা অভিযোগ করেছেন, গত ১৭ জুলাই জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের উজ্জ্বল মিয়া নামে এক যুবক বুকে ব্যথাজনিত কারণে কবিরাজের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে একটি চক্র ঘটনাটিকে হত্যাকা- হিসেবে প্রচার করে এবং মৃত্যুর পাঁচদিন পর সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনকে আসামী করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মানববন্ধন থেকে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।। এতে বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত নারী পুরুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে করিমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।