logo

কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে শিক্ষিত তরুণরা নিজের ওপর নির্ভরশীল হতে পারবে : কৃষিমন্ত্রী


ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি


কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে দেশের শিক্ষিত তরুণরা নিজের ওপর নির্ভরশীল হতে পারবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। শনিবার টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দির রেজিয়া কলেজের কম্পিউটার ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের শিক্ষিত বেকার যুবকরা যাতে বেকার না থাকে এজন্য বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।

অনুষ্ঠানে মুশুদ্দি রেজিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেশব চন্দ্র দাসের সভপতিত্বে আরও বক্তব্য রাখেন- ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) শাহীনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নূরানী কনস্ট্রাকশনের চেয়ারম্যান খন্দকার তারিকুল ইসলাম, আ’লীগ নেতা স্বপন কুমার ঘোষ, যুবলীগ নেতা খাইরুল ইসলাম সুমনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে