কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দৈনিক বাংলা সময়ের নির্বাহী সম্পাদক হামিদ মোহাম্মদ জসিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক আবদুল বারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, মাদারল্যান্ড টিভির বিশেষ সংবাদদাতা ও বাচসাস সদস্য মো হাফিজুর রহমান। স্বাগতিক বক্তব্য রাখেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দৈনিক বাংলা সময়ের নির্বাহী সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।
কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ব্রজ গোপাল বণিক, কটিয়াদী প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন রাজু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী রক্তদান সমিতির উপদেষ্টা আব্দুর রহমান রুমি, কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহিম, সাধারণ সম্পাদক অধ্যাপিকা দীপা বর্মন, সাংবাদিক উবাদুল আকন্দ ভুবন।
মতবিনিমিয় সভায় কটিয়াদী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি , সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত ছিলেন।