এসএম নজরুল ইসলামঃ
করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দি শ্রমজীবী অসহায় মানুষের মাঝে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর মেয়র মো. শওকত উসমান পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী ৯টি ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাউল, ৫কেজি আলু ও ২কেজি ডাল মোট ১৭ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওসমান গনি। উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র কাউন্সিলর রুহুল আমিন শাকিল, কাউন্সিলর মো. সোহরাব উদ্দিন, রনবীর সিংহ, মাহফুজুর রহমান মিঠু, হাবিবুর রহমান, বিপ্লব কুমার সাহা, জয়নাল আবেদীন, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা এমদাদ, সেলিনা আক্তার, তিতাস বেগম, পৌরসচিব মো. আলমগীর, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও অন্যান্য কর্মচারীবৃন্দ। পৌর মেয়র শওকত উসমান বলেন, প্রথম ধাপে ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে খাদ্যসামগ্রী বিতরণের জন্য পৌর এলাকার আরও ১২শ পরিবারের তালিকা তৈরী করা হচ্ছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথে বিতরণ করা হবে।
কটিয়াদী পৌরসভার ৪শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ : Apr 08, 2020 | Comments Off on কটিয়াদী পৌরসভার ৪শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
