মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এমপির পুত্র ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর অমিত তাঁর ব্যক্তিগত অর্থায়নে মহামারী করোনায় কর্মহীন ও হতদরিদ্র ২২০০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেন। শুক্রবার বিকালে কটিয়াদী সরকারি কলেজ মাঠে দুই উপজেলার নেতৃবৃন্দের নিকট খাদ্যসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর অমিত। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেখর সাহা, আনোয়ার সোহাগ, সোহেল আহম্মেদ, মামুনুর রহমান মামুন, আনিছুর রহমান উজ্জল, বখতিয়ার হোসেন, মোশারফ হোসেন পায়েল, বিল্লাল হোসেন পাপ্পু, আতাউর রহমান মামুন, আজিজুর রহমান রুবেল প্রমুখ।
কটিয়াদী – পাকুন্দিয়ায় ব্যারিস্টার অমিতের ২২শ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
প্রকাশ : May 08, 2020 | Comments Off on কটিয়াদী – পাকুন্দিয়ায় ব্যারিস্টার অমিতের ২২শ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
