মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজে আলহাজ্ব আব্দুল কাদির মোল্লার অর্থায়নে প্রায় ৫কোটি টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়েছে।
কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল কাদির মোল্লা। উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য এড, সোহরাব উদ্দিন। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, কটিয়াদী পৌর মেয়র, শওকত উসমান, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, কটিয়াদী কলেজের সাবেক অধ্যক্ষ মো: মজিবুর রহমান, কটিয়াদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবিতা রানী দেবী। প্রায় ৫কোটি টাকা ব্যয়ে ২৮০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের দ্বিতল ভবনে ১৬টি শ্রেণি কক্ষ রয়েছে। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপর এক অনুষ্ঠানে কটিয়াদী প্রেসকাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। রাতে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রী, শিক্ষক ও অবিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
কটিয়াদী কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন দানবীর আব্দুল কাদির মোল্লা
প্রকাশ : May 06, 2017 | Comments Off on কটিয়াদী কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন দানবীর আব্দুল কাদির মোল্লা
