logo

কটিয়াদী করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যাগে ত্রাণ বিতরণ

ফখর উদ্দিন ইমরানঃ
কটিয়াদীতে সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এমপি ‘র নির্দেশনায় করগাঁও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি লায়ন মোঃসারওয়ার হোসেনের সৌজন্যে বিশ্বব্যাপী মহামারী অাকার ধারনকারী করোনা ভাইরাসে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী(চাল,ডাল,তেল) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে করগাঁও উচ্চবিদ্যালয় মাঠে ৯টি ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে অসহায় মানুষের সেবক নূর মোহাম্মদ এম.পি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেন। এছাড়াও তিনি অসহায় লোকজনের পাশে দাঁড়ানোর জন্য সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেন করগাঁও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি লায়ন মোঃসারওয়ার।
উক্ত ত্রাণসামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন, চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মুরাদ ও সাধারন সম্পাদক জাকির ইবনে আবদুল্লাহ সুমন,করগাও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি -সাধারণ সম্পাদকবৃন্দ,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সোহেল মিয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শাকিল মিয়া,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জোবায়ের আহমেদ, কটিয়াদী ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি কাজী তানজিল হক সহ ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে