logo

কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি রাসেল স্মরণে দোয়া, মিলাদ ও স্মৃতি চারণ অনুষ্ঠিত

মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল স্মরণে কটিয়াদী  উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় কটিয়াদী ভোগপাড়া রাসেলের বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমীন আকিল, এড. জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান সাদরিন, কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম সেবক, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাসুদ, কটিয়াদী পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম ফুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেতু, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজুর রহমান মিটু, পৌর ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম সেলিম প্রমুখ।  এর আগে মরহুম হাবিবুর রহমান রাসেলে আত্নার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ভোগপাড়া জামে মসজিদের ইমাম।
উল্লেখ ২১ সেপ্টেম্বর কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান  রাসেল কিশোরগঞ্জ জেলা সদরের বাসা হতে  মোটরসাইকেলে কটিয়াদী আসার পথে একটি  কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে  তার মোটরসাইকেলের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি গুরতর ভাবে আহত হন। আহত রাসেলকে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে প্রাণ হারিয়েছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে