দর্পন ঘোষ
কিশোরগঞ্জে কটিয়াদী অনলাইন প্রেসকাবের কমিটি গঠন করা হয়েছে। অনলাইন ভিত্তিক সংবাদপত্র ও নিউজ মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্নয়ে ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন, সভাপতি- ফখর উদ্দিন ভূইয়া ইমরান (দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি মাইনুল হক মেনু (দৈনিক দিনকাল, ভোরের বার্তা ও কিশোরগঞ্জ বার্তা), সাধারণ সম্পাদক-মাসুম পাঠান (দৈনিক যায়যায়দিন ও ঘটনাপ্রবাহ), যুগ্ন সাধারণ সম্পাদক- দর্পন ঘোষ (দৈনিক আজকের সারাদিন), সাংগঠনিক সম্পাদক-আতিকুর রহমান কাযিন (দৈনিক খোলা কাগজ, কেটিভি ও কটিয়াদী প্রবাহ), কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (দৈনিক মাতৃভূমি), দপ্তর সম্পাদক – মো. জহিরুল ইসলাম (দৈনিক খবরপত্র), নির্বাহী সদস্য- নজরুল ইসলাম (দৈনিক আজকের দেশ, কটিয়াদী প্রবাহ), সদস্য- ফজলুল হক জোয়ারদার আলমগীর (দৈনিক যুগান্তর), রফিকুল হায়দার টিটু (দৈনিক মানবজমিন), মো. এখলাছ উদ্দিন (বিজয় টিভি), নজরুল ইসলাম মজিব (দৈনিক নওরোজ), মাসুম বিল্লাহ তাহের (দৈনিক সকালের দুনিয়া) ও মোহাম্মদ মস্তোফা জাকির (আইপিএস বার্তা)। কমিটিটি কিশোরগঞ্জ অনলাইন প্রেসকাবের সভাপতি মনোয়ার হোসেন রনি ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ অনুমোদন করেছেন।
কটিয়াদী অনলাইন প্রেসকাবের কমিটি গঠন ইমরান সভাপতি মাসুম সম্পাদক
প্রকাশ : Jun 11, 2020 | Comments Off on কটিয়াদী অনলাইন প্রেসকাবের কমিটি গঠন ইমরান সভাপতি মাসুম সম্পাদক
