কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের নিমক পুরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুকছেদুল হক। বিশেষ অতিথি ছিলেন চান্দপুর ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন । উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভাঃপ্রাঃ) ফরিদা আক্তার জানান প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ে বাহিনীর কার্যক্রম পরিচালনা তথা মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার জন্য প্রতি বছরেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণটি বছরের ১ম ধাপ। যেখানে ৩২ জন পুরুষ, ৩২ জন মহিলা অংশগ্রহন করেন । প্রত্যেক সদস্যকে ১০০০/- টাকা সম্মানী ভাতা ও ৫০০/- টাকার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রদান করা হয়। তাছাড়া ও অত্র পশিক্ষণে উপজেলার আরও ০৮ জন কর্মকর্তা অতিথি বক্তা হিসেবে ক্লাস নিয়ে থাকেন। জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, কিশোরগঞ্জের সার্বিক তত্তবধানে অত্র প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রধানমন্ত্রীর ভিশন; বাস্তবায়নে দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব হ্রাস, পরিবার পরিকল্পনা, কোভিড-১৯ সম্পর্কিত গন সচেতনতাসহ সর্বোপরি প্রশিক্ষনার্থীদের বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণে উৎসাহ দেওয়া ইত্যাদি বিষয়ে ধারণা দিয়ে প্রশিক্ষণটি শেষ করা হয়।