logo

কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক বব্যসায়ী আটক


মো. খাইরুল ইসলাম, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে শফিকুল ইসলাম (২৪) ও খাদেমুল ইসলাম (৫০) নামে ২ মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে কটিয়াদী মডেল থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে কটিয়াদী পৌর সভার বীর নোয়াকান্দি চার রাস্তার মোড়ের চায়ের দোকানের সামনের থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে ব্যাগে তল্লাশি করে পলিথিনের প্যাকেট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক কৃতরা হলেন- ব্রহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার দুলালপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. খাদেমুল ইসলাম ।

কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার বীরনোয়াকান্দি এলাকায় তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে এ মাদকদ্রব্য সুকৌশলে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে